গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়ন পরিষদ মাঠে বৃহস্পতিবার (১০ আগস্ট) উপজেলা পরিষদের এডিপি’র আর্থিক সহায়তায় লা¤িপ স্কিন ডিজিজ এর উপর পরামর্শ ও চিকিৎসা প্রদানের জন্য দিনব্যাপী ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যা¤প অনুষ্ঠিত হয়েছে। উক্ত ক্যা¤েপ ৩৫০ এর অধিক গবাদি পশুকে চিকিৎসা প্রদান করা হয়। রোগটি স¤পর্কে জনসচেতনতা বৃদ্ধির জন্য সর্বসাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
উপজেলা প্রাণীস¤পদ কর্মকর্তা ডাঃ জহিরুল ইসলাম বলেন বর্তমানে লা¤িপ স্কিন ডিজিজ-এ নতুন আক্রান্তের হার খুবই কম। প্রাণিস¤পদ বিভাগ সর্বদা সবচ্চ সেবা জনগণের দোরগোড়ার পৌঁছে দিতে বদ্ধপরিকর। ভবিষ্যতেও এ ধরণের আয়োজন চলমান থাকবে ইনশাল্লাহ। উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মহোদয়গণকে সার্বিক সহযোগীতার জন্য প্রাণিস¤পদ বিভাগ ধন্যবাদ কৃতজ্ঞা জ্ঞাপন করছে।