“নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার গোবিন্দগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ পালন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদের পুকুরে পোনামাছ অবমুক্ত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী এবং বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান।
গোবিন্দগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপত্বি করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফ হোসেন। এতে প্রধান ও বিশেষ অতিথি ছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়াম্যান শাকিলা বেগম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ইমরান হোসেন চৌধুরী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বেলাল হোসেন, গোবিন্দগঞ্জ প্রেসক্লাব সভাপতি গোপাল মোহন্ত, আদর্শ মৎস্য চাষী সুমন মিয়া প্রমুখ। শেষে অতিথিবৃন্দ উপজেলার ৩ জন সফল মৎস্য চাষীকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন।