গাইবান্ধার গোবিন্দগঞ্জে অবৈধভাবে ৩০ একর ৫৫ শতক জমি জবর দখলের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা ২টার দিকে গোবিন্দগঞ্জ-জয়পুরহাট ভায়া রাজাবিরাট সড়কের ইসলামপুর বাজারে জমির ওয়ারিশদের আয়োজনে এই মানববন্ধন করা হয়।
এ সময় জমির মালিক পীর মাহমুদ তালুকদার, মরহুম আরেফ মাহমুদ তালুকদার, ওয়াকফষ্টেটের মোতয়াল্লি মহাম্মদ হেসেন তালুকদারের ওয়ারিশদের পক্ষে বক্তব্য রাখেন ,এস এম সবুজ মন্ডল, সাজু মিয়া, আসলামা বেগম, ঋতু মিয়া, মোজাহার আলী, ফারুক মিয়া প্রমূখ।
মানাববন্ধন চলাকালে বক্তরা বলেন উপজেলার শাখাহার ইউনিয়নের বাল্যা মৌজার ভুমি দস্যু আব্দুস সামাদ, মোজাম্মেল হোসেন মাহাবুবুর রহমান জাহিদ তাদের ৩০ একর ৫৫ শতক জমি অবৈধ ভাবে জোর করে দখল রেখেছে। অবিলম্বে এই জমি ফেরত দেয়ার দাবী জানান ।