গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নের মজুমদার-নলডাঙ্গা সড়কের ফারুকের মোড় নামক স্থানে রোববার দিবাগত রাত সাড়ে ৯টার সময় সড়ক দূর্ঘটনায় রংপুর বিভাগের শিশু বক্তা হাফেজ ক্বারী মাওলানা আবু রায়হান আজাদীর মৃত্যু হয়েছে। নিহত হাফেজ ক্বারী মাওলানা আবু রায়হান রংপুরের তারাগঞ্জ উপজেলার বারাপুর গ্রামের হাফিজুল ইসলামের ছেলে। সে দীর্ঘদিন হতে সাদুল্যাপুর উপজেলার নলডাঙ্গায় বাসাভাড়া নিয়ে অবস্থান করে আসছিল।
জানা গেছে, রাতে উপজেলার পাঁচপীর বাজার থেকে মটরসাইকেলে নলডাঙ্গা ফেরার সময় বিপরীত দিক থেকে আসা বালু বোঝাই ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে আবু রায়হান আজাদীর মৃত্যু হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। থানা অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।