গাইবান্ধার পলাশবাড়ী-সাদুল্লাপুর উপজেলার সীমান্তবর্তী নিশ্চিন্তপুর মুহাম্মাদিয়া পাক দরবার শরীফে এক শিষ্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ জুন) রাতে নিশ্চিন্তপুর দরবার শরীফের পীর মো. জুলফিকার রহমান (বিপ্লব) মুহাম্মদী’র আমন্ত্রণে এ শিষ্য সম্মেলন অনুষ্ঠিত হয়।
মো. জয়নাল আবেদীন মন্ডলের সভাপতিত্বে শিষ্য সম্মেলনে বক্তব্য রাখেন সিংগারগাড়ি পীর রঞ্জু বাবা, পীরগঞ্জ উপজেলার বাঁশপুকুরীর আব্দুর রহমান, শিষ্যগণের মধ্যে সিলেটের মো. খালেদ মুহাম্মদী, নোয়াখালীর আনোয়ার মুহাম্মাদী ও গাইবান্ধার মো. খালেদ মুহাম্মদী প্রমুখ। এসময় বিভিন্ন এলাকা থেকে আগত শিষ্যসহ ভক্তগণ উপস্থিত ছিলেন।