নাটোরের লালপুরে মাটিবোঝাই ট্রাক্টরের ধাক্কায় ভ্যানের দুই নারী নিহত হয়েছেন। আজ শনিবার দুপুর ২টার দিকে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের থান্দারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মোরকয়া নতুন পাড়া গ্রামের জলিল খামারুর স্ত্রী আফিয়া (৫৫) ও ইনসার আলীর স্ত্রী আনজিরা (৫০)।
এ বিষয়ে লালপুর থানার ওসি উজ্জল হোসেন জানান, বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদ থেকে ভিজিএফের চাল নিয়ে চার্জার ভ্যানযোগে বাড়ি ফিরছিল আফিয়া ও ইনজিরা বেগম। পথে বিপরীত দিক থেকে আসা মাটি বোঝাই একটি ট্রাক্টর ভ্যানটিকে ধাক্কা দিয়ে খাদে পড়ে যায়। এতে ভ্যানটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই আফিয়া বেগম মারা যান। গুরুতর আহত অবস্থায় বেগমকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে পথে মধ্যে তারও মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। মাটিবোঝাই ট্রলিটি জব্দসহ দুই সহকারীকে আটক করেছে পুলিশ। ট্রলি ড্রাইভার পলাতক। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।