গাইবান্ধার সুন্দরগঞ্জে বিয়ের অনুষ্ঠানে সাউন্ড বক্সে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক স্কুলছাত্র নিহত হয়েছেন।
শনিবার (২০ মে) বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্য মশিয়ার রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। শুক্রবার (১৯ মে) রাতে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের ফলগাছা খামারটারী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি ফলগাছা খামারটারী গ্রামের আলতাব মিয়ার ছেলে লিয়ন মিয়া (১৪)। তিনি স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিলেন।
ইউনিয়ন পরিষদের সদস্য মশিয়ার রহমান বলেন, শুক্রবার রাতে পাশের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লিয়নের মৃত্যু হয়েছে।