গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়নের পাচগাছি শান্তিরাম গ্রামে বুধবার রাতে জমি নিয়ে প্রায় দু’ঘন্টাব্যাপি দফায় দফায় এক সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছে।
জানা গেছে, দীর্ঘদিন হতে ওই গ্রামের সাকের আলীর ছেলে আব্দুল হাই মিয়া ও হাবেল মিয়ার ছেলে ভূট্টু মিয়াদের সাথে জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছিল। এনিয়ে আদালতে মামলাও রয়েছে। বুধবার আব্দুল হাই মিয়ার লোকজন বিরোধপূর্ণ জমির ধান কেটে নিয়ে আসে এবং কিছুক্ষন পর ভূট্টু মিয়ার লোকজন ওই জমিতে ঘর উঠায়। এনিয়ে সন্ধায় স্থানীয় ফোরকানিয়া বাজারে ভূট্টু মিয়ার সাথে আব্দুল হাই মিয়ার বাকবিতন্ডা বাধে। বাজোরের লোকজন উভয়কে তাড়িয়ে দেয়। উভয়ে বাড়িতে গিয়ে ফের সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়। আহতরা গাইবান্ধা আধুনিক সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। আহতরা হলেন- আলমগীর হোসেন, সুরুত আলী, মনজু মিয়া, জিয়ারুল ইসলাম, চান্দ মিয়া, আব্দুল হাই, ভূট্টু মিয়া, কুদ্দুস মিয়া, ফরমান আলী, হযরত আলী। সংঘর্ষের সময় পুলিশ উপস্থিত ছিল। পরে থানার অফিসার ইনচার্জ কে এম আজমিরুল জামান অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থি হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসে।
থানা অফিসার ইনচার্জ (ওসি) জানান, উভয় পক্ষ থানায় অভিযোগ দাখিল করেছে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।