গাইবান্ধার সাদুল্লাপুরে বন্যায় আগাম সতর্কবার্তা ও ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ মে) উপজেলা পরিষদ হলরুমে প্রভাতী নামের প্রকল্পের আয়োজনে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে ৪৮জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীসহ অন্যান্য পেশার মানুষ অংশ নেয়। এসময় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মিজানুর রহমান ও বিশেষ অতিথি প্রকল্প সমন্বয়ক নিতাই চন্দ্র দে সরকার। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. রোকসানা বেগমের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহারিয়া খান বিপ্লব ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল ইসলাম প্রমুখ।
এ কর্মশালায় প্রশিক্ষক ছিলেন, উপ-প্রকল্প সমন্বয়ক প্রবীর কুমার দাস, ম্যানেজার ফখরুল আরেফিন, জিআইএস স্পেশালিষ্ট আসিফ মাহমুদ অনিক, ফিল্ড কো-অর্ডিনেটর সাইদুর রহমান খান ও ফিল্ড ফ্যাসিলিটর জায়েদ হোসেন। প্রশিক্ষণে দুর্যোগ বিষয়ক প্রাথমিক ধারণা, দুর্যোগ ব্যবস্থাপনা ও মোকাবিলা কৌশল, সহনশীলতা, আবহাওয়ার পুর্বাভাস এবং সতর্কীকরণ ব্যবস্থাসহ নানা বিষয়ে ধারণা দেওয়া হয়।