গাইবান্ধা সদর উপজেলার এক বাজারে আগুনে ২৬টি দোকান এবং আটটি বসতবাড়ি ভস্মীভূত হয়েছে। শুক্রবার সকালে লক্ষ্মীপুর ইউনিয়নের হাট লক্ষ্মীপুর বাজারে এ আগুন লাগে বলে গাইবান্ধা ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো. জাকির হোসেন জানান।
ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট এক ঘণ্টা ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, প্রথমে বাজারের গরুর হাটের প্রবেশ পথের দোকানগুলোতে আগুন দেখতে পান স্থানীয়রা। মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।
দোকান সংলগ্ন বসতবাড়ির গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা জানান।