গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় সুমিত্রা রাণী মহন্ত (৩৭) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলার বামনজল গ্রাম এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সুমিত্রা রানী ওই গ্রামের সুবল চন্দ্র মহন্তের স্ত্রী।
স্বজনরা জানায়, তিন সন্তানের মা সুমিত্রা রানী দীর্ঘদিন থেকে বিভিন্ন রোগে ভুগছিলেন। সংসারের খরচ যোগাতে বিভিন্ন জনের কাছে প্রচুর ধারদেনাও করেছেন।স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েও সুস্থ না হওয়া এবং ধারদেনার বোঝা বইতে না পেরে সুমিত্রা রানী মানসিকভাবে ভেঙে পড়েন। সোমবার সকালে তাকে রান্নাঘরের ধর্নার সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় ঝুলে থাকতে দেখে স্বজনরা। পরে পরিবারের লোকেরা পুলিশে খবর দেয়।
সুন্দরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সেরাজুল হক জানান, ওই গৃহবধূর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।