কাতার বিশ্বকাপে মঙ্গলবার নিজেদের প্রথম ম্যাচে ফেভারিট আর্জেন্টিনাকে ২–১ গোলে হারিয়েছে সৌদি আরব। সেই আনন্দে আত্মহারা প্রবাসী শ্রমিকেরাও। সৌদি আরবের রাস্তায় নেমে উল্লাস করছেন বাংলাদেশি শ্রমিকেরা। তাঁদের সঙ্গে যোগ দিয়েছেন অন্যান্য দেশের প্রবাসী শ্রমিকেরাও।
সৌদি আরব প্রবাসী আলামিন বলেন, ‘সৌদি আরব যখন আর্জেন্টিনাকে পরাজিত করে তখন আমরা হাজার হাজার শ্রমিকেরা রাস্তায় নেমে পড়ি। এটা একটা গর্বের বিষয়।’
সজীব নামে এক প্রবাসী কর্মী বলেন, ‘আমরা দীর্ঘদিন যাবত সৌদি আরব আছি। সৌদি আরবকে মনে প্রাণে ভালোবাসি। আর্জেন্টিনারকে সৌদি আরব হারিয়ে দেবে এটা কখনো ভাবিনি। সত্যি আনন্দের বিষয়! ফুটবল খেলা দেখার জন্য আমাদের তিন ঘণ্টা ছুটি দিয়েছে। যখন খেলায় সৌদি জিতে যায় যায়, তখন ক্যাম্প থেকে সবাই বাইরে বেরিয়ে আনন্দে মিছিল করে।’