জেলা প্রতিনিধিঃ গাইবান্ধার ফুলছড়িতে পাটের হাটে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন ফায়ার সার্ভিস কর্মীরা।
শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুুুরে জেলার পুরাতন ফুলছড়ি হাটে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, প্রথমে হাটে রাখা একটি পাটের স্তুপে আকষ্মিকভাবে আগুনের সূত্রপাত হয় এবং অল্প সময়ে মধ্যে তা পুরো পাটের হাটে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ারসার্ভিসে খবর দেন।
এ ঘটনায় কেউ হতাহত না হলেও হাটের ৭টি দোকান আগুনে পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ফুলছড়ি ও সাঘাটার ২টি ইউনিট প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস জানায়, অগ্নিকান্ডের সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে বিড়ি সিগারেটের নিক্ষিপ্ত অংশ বিশেষ থেকে এ অগ্নিকান্ডের সূত্র হতে পারে বলে ধারণা করছেন তারা।