সাদুল্লাপুরের একবারপুর ও পলাশবাড়ী পৌর শহরের দক্ষিনবন্দর এলাকায় ঢাকাগামী এসআর ট্রাভেলস গতিরোধ করে ১’শ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ দুইনারীকে আটক করেছে।
এব্যাপারে সাদুল্লাপুর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সূত্রে জানা যায়, গোপনসূত্রে খবর পেয়ে গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই’ মো. কোরবান আলীর নেতৃত্বে টীমটি ১৭ সেপ্টেম্বর শনিবার সকালে সাদুল্লাপুরের একবারপুর মহাসড়ক পয়েন্টে অভিযান চালায়। রংপুর থেকে ঢাকা গামী এসআর ট্রাভেলসএর একটি কোচের গতিরোধসহ তল্লাশি করা হয়।
এসময় কুমড়োর পেটে বিশেষ কায়দায় থরে-থরে সাজানো ৪০ বোতল ফেন্সিডিলসহ জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার বাগজানা গ্রামের আব্দুর রশিদের স্ত্রী বোরকা পরিহিত নূর সাফা বেগমকে (৫২) আটক করা হয়। এসময় নূর সাফা’কে জিজ্ঞাসাবাদে জানায় একই কোচে ফেন্সিডিলসহ আরও এক নারী রয়েছেন। তাৎক্ষণিক ধাওয়া করে পলাশবাড়ী পৌরশহরের দক্ষিন বন্দর এলাকায় সরকার ফিলিং স্টেশন সম্মুখে গতিরোধ করা হয়। এসময় তল্লাশি করে কুমড়োর ভিতর একই কায়দায় সাজানো ৬০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
এসময় দিনাজপুরের হাকিমপুর উপজেলার দক্ষিণ বাসুদেবপুর গ্রামের ওয়াজ আলীর স্ত্রী হামিদা বেগমকে (৬৪) আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের সাদুল্লাপুর থানায় সোপর্দ করা হয়েছে।