গাইবান্ধার ফুলছড়িতে সঙ্গ প্রকল্পের আয়োজনে আরডিআরএস বাংলাদেশ ও কর্ডএইড-এর বাস্তবায়নে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পুষ্টি মেলা ও রান্না প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ আগস্ট) উপজেলার উদাখালী ইউনিয়নের নাপিতের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিকেলে মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন। সমাপনী অনুষ্ঠানে উদাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল-আমিন আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রফিকুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিন্টু মিয়া, আবাসিক মেডিকেল অফিসার ডা. রাকিবুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পাপিয়া সুলতানা, সঙ্গ প্রকল্পের কো-অর্ডিনেটর আশরাফুল আলম, নিউট্রিশন গর্ভনেন্স এ্যাডভাইজার মনিরুজ্জামান মুকুল, ওয়াশ এ্যাডভাইজার মোতাকাব্বিরুল হক, উপজেলা কো-অর্ডিনেটর সৈয়দ মাহবুবুর রহমান হীরক, টেকনিক্যাল অফিসার আরফিনা আকতার, ইউনিয়ন ফ্যাসিলিটেটর মমিনুল ইসলাম প্রমুখ। মেলায় ১৬টি স্টল তাদের রান্না করা পুষ্টিকর খাবার নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।