গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
দলীয় নেতাকর্মীদের ভীড়ে স্বতন্ত্র প্রার্থী চোখে না পড়লেও গাইবান্ধা-৫ আসনে এবারের উপ-নির্বাচনে নতুন মুখ হিসেবে আলোচনায় এসেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও দৈনিক জয়যুগান্তর পত্রিকার সম্পাদক আলহাজ্ব নাহিদুজ্জামান নিশাদ। তিনি বৃহস্পতিবার (১৮ আগষ্ট) গাইবান্ধার সাঘাটা ও ফুলছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ শেষে বিকেলে ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।
মতবিনিময়কালে তিনি বলেন, সাধারণ মানুষ বিগত সময়ে দলীয় সাংসদদের কর্মকান্ডে ক্ষুব্ধ। আমি সাধারন মানুষের আশা-আকাঙ্খা পূরণের লক্ষ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের মাঠে নেমেছি। জয়ী হলে এলাকার উন্নয়নে কাজ করবো। বিশেষ করে যোগাযোগ ব্যবস্থা ও মাদক প্রতিরোধে সবচেয়ে বেশি গুরুত্ব দিব। ফুলছড়ি উপজেলার যোগাযোগ ব্যবস্থা খুবই নাজুক। উপজেলা সদরের সঙ্গে চরাঞ্চলসহ সব এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করাই আমার প্রথম কাজ।
পাশাপাশি উপজেলার মুল ভু-খন্ডকে নদী ভাঙনের কবল থেকে রক্ষা করতে চাই। এছাড়া বাল্যবিবাহ রোধ, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার হার বৃদ্ধি, স্বাস্থ্যসেবার মানোন্নয়নের ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দিব। তিনি আরও বলেন, দুই উপজেলার বিশাল চর-দ্বীপচরে উৎপাদিত ফসল প্রক্রিয়াজাতকরনে প্রনোদনা ও পৃষ্ঠপোষকতা দিয়ে কৃষকের উৎপাদিত কৃষিপণ্য দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রফতানির পরিবেশ তৈরি করবো। এছাড়া বেকারত্ব দুর করতে কৃষিভিত্তিক শিল্প কারখানা প্রতিষ্ঠায় উদ্যোগ নিব।
মতবিনিময়কালে উপস্থিত ছিলেন, ফুলছড়ি উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আমিনুল হক, সহ-সভাপতি ভবতোষ রায় মনা, বিমল কুমার সরকার, সাধারণ সম্পাদক শাহ আলম যাদু, সাংবাদিক মজিবুল হক ছানা সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।