গাইবান্ধার সাঘাটা উপজেলা আনসার ও ভিডিপি দপ্তরের আয়োজনে গতকাল সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে ৫ম ধাপ ইউনিয়ন পরিষদ নির্বাচন ২২ এ আইন শৃঙ্খলা রক্ষায় অংশগ্রহণকারী আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে ভাতা বিতরণের উদ্বোধন করেন জেলা আনসার ও ভিডিপি কমান্ডেন্ট রেজাউল ইসলাম। এ সময় জেলা আনসার ও ভিডিপি এ্যাডজুট্যান্ট রস্তম আলী, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার শাহিন মিয়া, জেলা সদরের আনসার ও ভিডিপি অফিসার শাহেনা বেগম, উপজেলা আনসার ও ভিডিপির টিআই প্রশিক্ষক অমলেন্দু সাজোয়াল প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে ৫ম ধাপ ইউনিয়ন পরিষদ নির্বাচন ২২ এ আইন শৃঙ্খলা রক্ষায় অংশগ্রহণকারী পিসি এপিসিসহ ১৫শ ৬৪ জন আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে ভাতা প্রদান করা হয়।