পাবনার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুরে বাসচাপায় অটোভ্যান যাত্রী বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন।বৃহস্পতিবার (২৮ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মহাম্মদ সিদ্দিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছে।নিহতরা হলেন, আহাম্মদপুর ইউনিয়নের দুর্গাপুর খারা পাড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে আবু সাঈদ (৪০) তার ছেলে তাওহীদ (৫) ও একই গ্রামের তারেক হোসেনের মেয়ে রোজা মনি (৬)।পুলিশ জানায়, শহীদনগর গ্রামে এক স্বজনের দাফন শেষে ভ্যানে নিজ বাড়ি দুর্গাপুরে ফিরছিলেন নিহতরা। পথে পাবনা-ঢাকা মহাসড়কে কাশীনাথপুর করিয়াল গ্রামে পাবনা থেকে ঢাকাগামী সি লাইন পরিবহন ভ্যানটিকে চাপা দিয়ে দ্রুতগতিতে চলে যায়।স্থানীয়রা গুরুতর আহত ভ্যান যাত্রীদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে পাঠালে পথেই আবু সাইদ, তাওহীদ ও রোজামনি মারা যায়। ভ্যানচালকসহ গুরুতর আহতদের অবস্থার অবনতি হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।এ ঘটনায় খারাপাড়া গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।