নাটোরের নলডাঙ্গায় পারিবারিক কলহের জের ধরে আব্দুল আলিম নামে এক ইউপি সদস্য খুন হয়েছেন।সোমবার (১১ জুলাই) রাতে উপজেলার মাধনগর এলাকায় এ ঘটনা ঘটে। তিনি মাধনগর গ্রামের মৃত তাহেরের ছেলে ও মাধনগর ইউনিয়ন পরিষদের এক নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন।
ছুরিকাঘাত আহত ইউপি সদস্যের স্ত্রী রিমা বেগমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ‘আমরা পারিবারিক কলহের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে স্থানীয়রা জানায়, ইউপি সদস্য আব্দুল আলিম তার স্ত্রীকে ছুরিকাঘাত করেছেন। তাকে আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।অপরদিকে ঘরের ভেতর থেকে আমরা ইউপি সদস্যের মরদেহ উদ্ধার করেছি। তার মাথায় হালকা আঘাতের চিহ্ন রয়েছে। কিন্তু কিভাবে ইউপি সদস্যের মৃত্যুর বিষয়টি এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। গোয়েন্দা বিভাগের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে তিনি জানান।