বিএনপি, যুবদল ও মহিলাদল কর্তৃক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটুক্তি ও হুমকীর প্রতিবাদে গতকাল মঙ্গলবার বিকালে সাঘাটা উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিল উপজেলা সদর বোনারপাড়া বিভিন্ন রাস্তা প্রদক্ষিন শেষে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কার্যালয়ে প্রতিবাদ সভা সংসদের সভাপতি হারুনঅর রশিদের সভাপতিত্বে উক্ত সভায় বক্তব্য রাখেন রেলওয়ে শ্রমিকলীগের কেন্দ্রীয় কমিটির কার্যকারী সভাপতি হায়দার আলী,বোনারপাড়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক নাছিরুল আলম স্বপন, আওয়ামী লীগ নেতা শামছুল হক সরকার, মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সাধারণ সম্পাদক দোয়েল রানা, টুকু মিয়া ও আশরাফ উদ্দিন প্রমুখ।