গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়ায় গত বুধবার কৃষি প্রশিক্ষণ হলরুমে কৃষি আবহাওয়া তথ্য প্রযুক্তি উন্নতকরণ প্রকল্পের রোভিং সেমিনার অনুষ্ঠিত হয়েছে । কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২১-২২ অর্থ বছরে উক্ত প্রকল্পের আওতায় এ সেমিনারে সভা প্রধানের দায়িত্ব পালন করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাদেকুজ্জামান।
এতে বক্তব্য রাখেন ডিএই গাইবান্ধার জেলা প্রশিক্ষণ অফিসার ডঃ মুহাম্মদ রেজাউল ইসলাম, অতিরিক্ত উপ পরিচালক (শস্য) কৃষিবিদ কামরুজ্জামান, ওলিউর রহমান প্রমুখ। বক্তারা উক্ত প্রকল্পের আলোকে ফসল উৎপাদন করতে কৃষকদের আবহাওয়া সম্পর্কে বিশদ আলোচনা করেন।