বাল্য বিবাহ প্রতিরোধে গাইবান্ধার সাদুল্যাপুরের পশ্চিমপাড়া গ্রামে কিশোরী ও অভিভাবকদের সাথে গতকাল রোববার এক মতবিনিময সভা অনুষ্ঠিত হয়েছে। মহিলা পরিষদ গাইবান্ধা জেলা শাখার আয়োজনে এই মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, মহিলা পরিষদ গাইবান্ধা জেলা সহ-সভাপতি কাকলী সাহা, সাধারণ সম্পাদক রিকতু প্রসাদ, সাংগঠনিক সম্পাদক খালেদা রিটা, প্রশিক্ষণ সম্পাদক মায়া রানী পোদ্দার, ফারজানা নাহিদ শিমুল, বিথী বেগম, টুম্পা দেব, সাদুল্যাপুর উপজেলা শাখার সভাপতি রতনা সরকার, সহ-সভাপতি নাজমা খানম, সাধারণ সম্পাদক উম্মে হাবীবা প্রমুখ। বক্তারা বাল্য বিবাহ প্রতিরোধে অভিভাবকদের সচেতন হওয়ার পরামর্শ দেন। সেই সাথে কিশোরীদের বাল্য বিবাহের কুফল সম্পর্কে ধারনা দেন। সেই সাথে বাল্য বিবাহ প্রতিরোধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন।