ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের মিছিলে ছাত্রলীগের সশস্ত্র হামলা ও বেগম খালেদা জিয়াকে কটুক্তির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল রোববার গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ছাত্রদল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।
ফুলছড়ি উপজেলা ছাত্রদল ও কলেজ ছাত্রদলের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বিএনপি কার্যালয়ের সামনে এক বিক্ষোভ সমাবেশ করে। ফুলছড়ি উপজেলা ছাত্রদলের আহবায়ক আলমাস হোসাইনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আসিফ সাজ্জাদ সরকার ছোটন, যুগ্ম-আহবায়ক জয়নাল আবেদিন জয়, রফিকুল ইসলাম রফিক ও নসিবুর জামান নিলয়, ফুলছড়ি সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক তৈয়ব আলী ও ইউসুফ আলী, উদাখালী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রায়হান কবির, ফজলুপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আবু তালেব, কঞ্চিপাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাহরিয়ার সৌরভ, গজারিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাসেল মিয়া, উড়িয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জসিম উদ্দিন জীবন, ফুলছড়ি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ছমেদ আলী প্রমুখ।