সিরাজগঞ্জের সলঙ্গা থানার চড়িয়াশিকা গ্রাম থেকে হাসপাতাল কর্মী কামাল হোসেনের (৫২) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ওই গ্রামের বাসিন্দা এবং স্থানীয় বেসরকারি হাসপাতালের কর্মী ছিল।সলঙ্গা থানার ওসি আব্দুল কাদের জিলানী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, উক্ত কামাল হোসেন প্রায় ১৭ বছর ধরে পরিবার নিয়ে হাটিকুমরুল গোলচত্বর এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করছিল। কিছুদিন আগে সে চড়িয়াশিকা গ্রামে একটি বাড়ি কিনে পরিবার পরিজন নিয়ে স্থায়ীভাবে বসবাস শুরু করে। কয়েকমাস আগে ওই বাড়িটি বিক্রি করে স্ব-পরিবারে অন্যত্র চলে যায়। এরপর থেকে বাড়িটি পরিত্যক্ত অবস্থায় ছিল। শুক্রবার রাতে বাড়ির নতুন মালিক মানিক হোসেন ঘরে ঢুকে তার ঝুলন্ত লাশ দেখতে পায়। ওইদিন মধ্যরাতে পুলিশ ঘটনাস্থল গিয়ে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে এবং শনিবার দুপুরের দিকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। তার পকেটে একটি চিরকুটে লেখা রয়েছে, পারিবারিক অশান্তি ও ঋণের কারণে আতœহত্যার পথ বেছে নিলাম। এ বিষয়ে বিশেষভাবে তদন্ত করা হচ্ছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।