বগুড়ার শিবগঞ্জে আওয়ামী লীগ নেতার ছুরিকাঘাতে খুন হয়েছেন বিএনপি নেতা ও ট্রাক শ্রমিক নেতা শহিদুল ইসলাম (৫৫)।
গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার কিচক বাসস্ট্যান্ড এলাকার আন্তঃজেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে এ ঘটনা ঘটে।
নিহত শহিদুল ইসলামের বাড়ি উপজেলার কিচক ইউনিয়নের বেলাই কেকাড় পাড়া গ্রামে। তিনি বিএনপির কিচক বন্দর কমিটির সাবেক সভাপতি ও আন্তঃজেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়নের কিচক শাখার সাধারণ সম্পাদক।
হত্যার ঘটনায় নিহতের স্ত্রী জাহানারা বেগম কিচক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাইদ ও স্থানীয় শ্রমিক নেতা ইয়াকুব আলীকে দায়ী করেছেন।
শহিদুল ইসলামের চাচাতো ভাই বগুড়া অ্যাডভোকেট বার সমিতির সাধারণ সম্পাদক আব্দুল বাছেদ জানান, শহিদুলের সঙ্গে কিচক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ ও শ্রমিক লীগ নেতা ইয়াকুব আলীর সংগঠনের পদ নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে বৃহস্পতিবার রাত ৮টার দিকে শহিদুল অফিসে বসে থাকা অবস্থায় আবু সাঈদ তার পেটে ছুরিকাঘাত করেন। পরে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে মারা যান তিনি। এ ঘটনার পর কিচক বন্দরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে পুলিশ মোতায়েন করা হয়।
শহিদুল ইসলামের স্ত্রী জাহানারা বেগম বলেন, ‘আমার স্বামীকে সংগঠনের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করতে বলে। তিনি অস্বীকৃতি জানালে সংগঠনের সভাপতি ও আওয়ামী লীগ নেতা আবু সাইদ, শ্রমিক নেতা ইয়াকুব আলীসহ ৮-১০ মিলে পরিকল্পিতভাবে আমার স্বামীর ওপর হামলা চালিয়ে তাকে উপুর্যপরি ছুরিকাঘাতে খুন করে।
এ বিষয়ে জানতে কিচক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
শিবগঞ্জ থানার ওসি দীপক কুমার দাস জানান, সংগঠনে দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ খুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করেছে। তিনি আরও বলেন, ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের প্রস্তুতি চলছে।