আর্জেন্টিনার পরিবর্তে এবারের কোপা আমেরিকা হবে ব্রাজিলে। সোমবার (৩১ মে) টুইট বার্তায় নতুন আয়োজকের নাম ঘোষণা করেছে কনমেবল। যদিও সিদ্ধান্ত চূড়ান্ত নয় বলে দাবি করেছে ব্রাজিলের চিফ অফ স্টাফ। করোনা সঙ্কটের মাঝে এমন বড় ক্রীড়া আসর আয়োজন নিয়ে এরই মধ্যে স্থানীয় স্বাস্থ্য বিশেষজ্ঞ ও রাজনীতিবিদদের তোপের মুখে পড়েছেন দেশটির প্রেসিডেন্ট বলসোনারো।
করোনা যেন পিছুই ছাড়ছে না কোপা আমেরিকার। বৈশ্বিক মহামারির কারণে এক বছর পিছিয়ে গিয়েছিলো দক্ষিণ আমেরিকান ফুটবল শ্রেষ্ঠত্বের আসর। এবার পাল্টে গেলো আয়োজক দেশও। আর্জেন্টিনার পরিবর্তে ব্রাজিলে বসবে ফুটবলের প্রাচীনতম এই টুর্নামেন্ট।
সোমবার আয়োজক হিসেবে আর্জেন্টিনার সরে যাওয়ার ২৪ ঘন্টা না পেরুতেই টুইট বার্তায় নতুন আয়োজকের নাম ঘোষণা করে লাতিন ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা কনমেবল। তবে সিদ্ধান্ত চূড়ান্ত নয় বলে জানিয়েছেন ব্রাজিলের সেনা প্রধান লুইজ এদুয়ার্দো রামোস।
তবে এরই মধ্যে টুর্নামেন্ট আয়োজনের বিষয়ে দেশটির সরকারের সাথে প্রাথমিক আলোচনাও করেছে কনফেডারেশন অব ব্রাজিল ফুটবল। অংশগ্রহণকারী দল ও ডেলিগেটদের শতভাগ টিকার আওতায় আনতে সিবিএফকে শর্ত দিয়েছে ব্রাজিল সরকার।
টুর্নামেন্টের ভেন্যু ও ফিক্সার প্রকাশ না করলেও নির্ধারিত ১৩ জুন থেকেই মাঠে গড়াবে কোপা আমেরিকার এবারের আসর। তবে ফুটবলারদের বায়োবাবল ও যাতায়াতের সুবিধার্তে তিনটি স্টেডিয়ামে হতে পারে খেলা।
ব্রাসিলিয়া ও মানাউসে হতে পারে গ্রুপ পর্ব। ঐতিহাসিক মারাকানায় বসতে পারে ৪৭তম আসরের ফাইনাল। অনিশ্চয়তাকে সঙ্গীকে করেই অনুশীলন চালিয়ে যাচ্ছে দলগুলো।
শুরুতে আর্জেন্টিনার সাথে যৌথ আয়োজক হওয়ার কথা থাকলেও করোনা ও রাজনৈতিক অস্থিরতার কারণে ২০ মে নাম প্রত্যাহার করে নেয় কলম্বিয়া। মহামারির ভয়াবহতায় রোববার সরে দাঁড়ায় আর্জেন্টিনাও।