চট্টগ্রামের আগ্রাবাদে আবারো কিশোর গ্যাংয়ের মোটরসাইকেল রেসিংকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে চারজন। বুধবার সকালে আগ্রাবাদ জাম্বুরি পার্ক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম আবুল হাশেম।
পুলিশ জানায়, ওই এলাকায় সড়কে যান চলাচল বন্ধ করে মোটরসাইকেল রেস করছিল একদল কিশোর। এ সময় ওই সড়ক দিয়ে মোহসিন নামে এক যুবক রিকশায় করে যেতে চাইলে বাধা দেয় কিশোররা। এ নিয়ে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ছুরিকাঘাতে আহত হয় আবুল হাশেম। গুরুতর অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সংঘর্ষের পর পুলিশ অভিযান চালিয়ে দু’গ্রুপের ২৪ জনকে আটক করেছে।
চট্টগ্রামের ডাবল মুরিং থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।