সড়ক দুর্ঘটনায় সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতদের নাম, মোহাম্মদ মনির (৩১) ও সুমন আখন্দ (২৭)। এ ঘটনায় মোহাম্মদ মামুন নামের একজন গাড়ি চালক আহত হয়েছেন।
স্থানীয় সময় শুক্রবার সকাল ১০টায় আবুধাবির তারিফ সড়কে ওই দুর্ঘটনাটি ঘটে।
নিহত মনির চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার পূর্ব সরফভাটার নুরুল আনোয়ারের ছেলে। তাদের বাড়ি কালুরহাট বড় মাদ্রাসার পাশে এবং নিহত সুমন আখন্দ বরিশালের গৌরনদী থানার আনোয়ার হোসেন আখন্দের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, তারিফ সড়কের বানিয়াসের শেষ সীমান্ত এলাকায় একটি পেট্রোল ফিলিং স্টেশন নির্মাণ কাজ দেখতে যাচ্ছিল। এসময় তাদের বহন করা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে হাইওয়ের পাশের ব্যারিয়ারে ধাক্কা খেয়ে উল্টে যায়।
এতে ঘটনাস্থলেই সুমনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ দুর্ঘটনায় গুরুতর আহত মনির ও গাড়ি চালক মামুনকে উদ্ধার করে আবুধাবির বিশেষায়িত মাফরাক হাসপাতালে নেয়। সেখানেই মনিরের মৃত্যু হয়। তাদের উভয়ের মরদেহ বানিয়াস হাসপাতালের মর্গে রাখা হয়েছে।