বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের কাকরাধারী গ্রামে ধর্ষণ চেষ্টা মামলার আসামি দুই সহোদরকে গ্রেফতারের সময় দুর্বৃত্তদের হামলায় দুই পুলিশ কর্মকর্তাসহ ৪ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে। এসময় হামলাকারীদের একজনকে পুলিশ গ্রেফতার করেছে। তবে অভিযুক্ত দুই সহোদরকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
হামলায় পুলিশের এসআই নিজামুদ্দিন ও এএসআই নুরুল ইসলামসহ স্থানীয় আরও ২ জন আহত হয়। আহত পুলিশ সদস্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, একটি ধর্ষণ চেষ্টা মামলার আসামিদের গ্রেফতারের উদ্দেশ্যে উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নে যায় থানা পুলিশের সদস্যরা। গ্রেফতার করার সময় আসামিপক্ষের লোকজন থানা পুলিশের সদস্যদের ওপর আকস্মিক হামলা চালায় এবং আসামিদের ছিনিয়ে নিয়ে যায়। এসময় দুই পুলিশ কর্মকর্তাসহ দুই কনেস্টেবলও হামলার শিকার হয়েছেন।
উজিরপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান জানান, হামলাকারীদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় সরকারি কাজে বাঁধাদান ও পুলিশের উপর হামলার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। শিক্ষার্থীর পরিবারের নিরাপত্তাও বাড়ানোর কথা বলেন তিনি।