নোয়াখালীর বেগমগঞ্জসহ সারা দেশে অব্যাহত নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে মৌলভীবাজারে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ধর্ষণবিরোধী অবস্থান কর্মসূচিতে ছাত্রলীগের হামলার অভিযোগ পাওয়া গেছে। এ হামলায় অন্তত ৫ জন আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (০৮ অক্টোবর) দুপুর ১২টায় মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে এ হামলার ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কিছুই জানেন না বলে জানিয়েছে পুলিশ ও ছাত্রলীগ।
হামলায় আহত হয়েছেন ছাত্রফ্রন্টের মৌলভীবাজার জেলা সংসদের সহসভাপতি বিশ্বজিৎ নন্দী, দফতর সম্পাদক রাজীব সূত্রধর, ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদের শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক শামীম আহমেদ, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুর রইয়ান শিপু ও মৌলভীবাজার সরকারি কলেজ সংসদের সাধারণ সম্পাদক শিহাব আহমেদ।
ছাত্র ইউনিয়ন জেলা শাখার সভাপতি শুভিনয় রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা আমাদের পূর্বনির্ধারিত কর্মসূচি পালন করছিলাম, এ সময় এই হামলা চালানো হয়।
মৌলভীবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিনুল হক জানান, এ ধরনের কোনো অভিযোগ আমরা পাইনি।
জেলা ছাত্রলীগের সহসভাপতি অমিত রায় জানান, এমন কিছু ঘটেছে বলে জানা নেই। কিছু ঘটলে অবশ্যই জানত। সূত্র-আরটিএনএন