সিলেটের সিলেট-জকিগঞ্জ সড়কের চৌঘরী এলাকায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।
আজ শনিবার সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।
তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোলাপগঞ্জ থানার ওসি মো. হারুনুর রশিদ চৌধুরী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তাৎক্ষণিক ৩ জন নিহত হয়েছেন। যারা মারা গিয়েছে তাদের সঠিক পরিচয় পাওয়া যায়নি। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে।
ওসি বলেন, গাড়ির মালিক পক্ষের কেউ এখনো আমাদের সাথে যোগাযোগ করেনি।