বরিশালের বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুরে একই পরিবারের তিনজনকে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বাড়ির মালিক প্রবাসী আব্দুর রবের স্ত্রী মিশরাত জাহান মিশুকে (৩২) ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ সোমবার বিকেল পৌনে ৪টায় মিশরাত জাহান মিশুকে বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (বানারীপাড়া) আদালতে হাজির করে পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা শিশির কুমার পাল ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আদালতের বিচারক মনিরুজ্জামান শুনানি শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।
হত্যাকাণ্ডের শিকার হওয়া তিনজনের মধ্যে আব্দুর রবের মা মরিয়ম বেগমও (৭০) রয়েছেন। গ্রেফতারকৃত মিশরাত জাহান মিশু কুয়েত প্রবাসী আব্দুর রবের স্ত্রী।
উল্লেখ্য, বরিশালের বানারীপাড়া উপজেলার শনিবার (৭ ডিসেম্বর) সকালে সলিয়াবাকপুরের হাওলাদার বাড়ি এলাকার প্রবাসী আব্দুর রবের বাড়ি থেকে তার মা মরিয়ম বেগম, মেজ বোন মমতাজ বেগমের স্বামী অবসরপ্রাপ্ত শিক্ষক শফিকুল আলম (৬০) ও খালাতো ভাই মো. ইউসুফের (২২) মরদেহ উদ্ধার করে পুলিশ।