পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন মুক্তিযোদ্ধার রয়েছেন। এতে আহত হয়েছেন আরও ২ জন।
আজ রবিবার (৮ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার দেবীপুর গ্রামের মুসল্লি বাড়ি নামক স্থানে মঠবাড়িয়া-চরখালী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- অটোরিকশা চালক দেবীপুর গ্রামের বাসিন্দা বেলায়েত হোসেন (৩৫) এবং একই গ্রামের সুপারি ব্যবসায়ী মুক্তিযোদ্ধা আবু জাফর হাওলাদার (৬৫)। তাৎক্ষণিকভাবে নিহত অপরজনের পরিচয় জানা যায়নি।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, ঢাকা থেকে মঠবাড়িয়াগামী ঈগল পরিবহনের বাসের চাপায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই তিন যাত্রী নিহত হন। আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এসআই শহিদুল জানান, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেছেন।