খুলনা মহানগর ছাত্রলীগের সহসভাপতি সমীর কুমার শীলকে নারী ও ১০ বোতল ফেন্সিডিলসহ আটক করেছে পুলিশ। আর এ জন্য তাকে সাময়িক বহিস্কার করেছে ছাত্রলীগ।
গতকাল রোববার (২৮ জুলাই) রাত ১০টার দিকে নগরীর খানজাহান আলী রোডের ৮৫ নম্বর বাড়ি থেকে তাকে আটক করা হয়। এ সময় এক নারী ও ১০ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করে পুলিশ। ওই নারীর নাম সেলিনা বেগম।
এ বিষয়ে খুলনা সদর থানার পরিদর্শক (তদন্ত) সুজিত মণ্ডল জানান, নগরীর খানজাহান আলী রোড থেকে সমীর কুমার শীল ও সেলিনা বেগমকে ফেন্সিডিলসহ আটক করা হয়েছে। সমীর কুমার শীলের রাজনৈতিক পরিচয় তিনি জানেন না।
ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল জানান, সমীর কুমার শীল ছাত্রলীগের সহসভাপতি পদে রয়েছেন। সংগঠন বিরোধী কাজের জন্য তাকে সাময়িক বহিষ্কার করা হলেও তাকে স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ করা হয়েছে।