কুষ্টিয়ার দৌলতপুরে অগ্নিকান্ডে ব্যবসায়ীসহ তিনজনের ছয়টি ঘর ভস্মীভূত হয়েছে। আগুনে পুড়ে ৭টি গবাদি পশুর মৃত্যু হয়েছে। অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এক বৃদ্ধা নারী।
শনিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের ইসলামনগর বাঙ্গালপাড়া এলাকায় অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, মফিজুল ঢালির রান্না ঘরের চুলা থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। আগুন মূহুর্তের মধ্যে প্রতিবেশী ব্যবসায়ী নজরুল ঢালি ও রহমান ঢালির ঘরে ছড়িয়ে পড়ে। এলাকাবাসীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ হলেও এরিমধ্যে ৬টি ঘর পুড়ে ভস্মীভূত হয়। আগুনে পুড়ে মারা যায় ৫টি ছাগল ও ২টি গরু। আগুনে দগ্ধ হয়ে গুরুতর আহত হয় মফিজুল ঢালির স্ত্রী ইয়ারন নেছা (৬৫)। বর্তমানে তিনি কুষ্টিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়াও আগুনে নগদ টাকা, আসবাবপত্র ও খাদ্য-শস্যসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারের দাবি।