সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় ৬ বাংলাদেশি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। বুধবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশ জানিয়েছেন, শ্রমিক পরিবহন বাসটির চাকা বাস্ট হওয়ায় রাস্তার পাশে অবস্থিত বৈদ্যুতিক খুটির সাথে ধাক্কা লাগে। এসময় ঘটনাস্থলেই ছয় বাংলাদেশি মারা যান। এছাড়াও এক বাংলাদেশিকে মুমূর্ষু অবস্থায় সৌদি জার্মান হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, দুর্ঘটনায় নিহতের মধ্যে রয়েছে লোহাগাড়া উপজেলার সৈয়দ হোসেন ও একই উপেজলার আওড়িয়া ইউনিয়নের দত্ত পাড়া গ্রামের ইস্রাফিল শেখ, মাগুড়া জেলার মুহাম্মদপুর উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়নের দেওলি গ্রামের শাহ আলম। বাকিদের পরিচয় এখনও পাওয়া যায়নি।