মৌলভীবাজারের কমলগঞ্জে বন্যার পানিতে ডুবে নিখোঁজ হওয়া তিন ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৬ জুন) দুপুরে মৃতদেহগুলো উদ্ধার করা হয়।
জানা গেছে নিহতদের মধ্যে ইসলামপুর ইউনিয়নের বাবা-ছেলে দুইজন ও শমশেরনগর ইউনিয়নের শিংড়াউলি গ্রামের জামাল মিয়া (৪০) রয়েছেন।
কমলগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মনি রাণী দাস বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, এ নিয়ে মৌলভীবাজারে বন্যায় পাঁচ ব্যক্তির মৃত্যু হলো।