সিলেট জেলার কানাইঘাট উপজেলায় একটি মসজিদে রমজান মাসে তারাবির নামাজ পড়ানোর জন্য হাফেজ নিয়োগ নিয়ে বিতর্কের জেরে দুই পক্ষের সংঘর্ষে মোহাম্মদ আলী (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
শুক্রবার (১১ মে) দুপুর ২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের গোসাইনপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গোসাইপুর জামে মসজিদে রমজান মাসে তারাবির নামাজ পড়ানোর জন্য হাফেজ নিয়োগকে কেন্দ্র করে গ্রামের দুই পক্ষের মধ্যে মতবিরোধ দেখা দেয়। এ নিয়োগ নিয়ে গ্রামের আওয়ামী লীগ ও জামায়াত সমর্থক দুটি গ্রুপ বিপরীতমুখী অবস্থান নেয়। শুক্রবার জুমআর নামাজের পর এ নিয়ে কথা কাটাকাটির জেরে দুই পক্ষ সংঘর্ষ জড়িয়ে পড়ে। সংঘর্ষে মোহাম্মদ আলী নিহত হন। তিনি আওয়ামী লীগের স্থানীয় নেতা বলে জানা গেছে।