হবিগঞ্জে ব্যবসায়ী টিপু হত্যা মামলায় আটজনের মৃত্যুদণ্ডাদেশ এবং ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
বুধবার বিকাল ৩টার দিকে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাহফুজা পারভীন এ রায় ঘোষণা করেন। রায়ে ২০ আসামির সাজা দেয়া হয়।
২৪ আসামির মধ্যে একজন বিচার চলাকালে মারা গেছেন এবং বাকি তিনজনকে খালাস দিয়েছেন আদালত।
উল্লেখ্য, ২০১১ সালের ৭ জানুয়ারি হবিগঞ্জের ওই ব্যবসায়ীকে হত্যা করা হয়।