গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সাঘাটা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সম্মেলন কক্ষে গত রবিবার স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল কুমার ঘোষের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাঘাটা থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, বোনারপাড়া রেলওয়ে জিআরপি থানার ইনচার্জ আতাউর রহমান, বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোস্তাফিজার রহমান, উপজেলা প্রকৌশলী ছাবিউল ইসলাম, উপজেলা আ’লীগ ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা দুদু, প্রচার সম্পাদক শাহ মোখলেছুর রহমান, উপজেলা যুবলীগ সা: সম্পাদক নাছিরুল আলম স্বপন, মুক্তিযোদ্ধা আজাহার আলী, ইউপি চেয়ারম্যান ওয়ারেছ আলী প্রধান, সামছুল আজাদ শীতল, মোশারফ হোসেন সুইট, রোস্তম আলী প্রমুখ।