যশোরে সড়ক দুর্ঘটনায় বিজিবি সদস্য ল্যান্স নায়েক মফিজুর রহমান (৩০) নিহত হয়েছেন৷ মঙ্গলবার যশোর-বেনাপোল মহাসড়কের হাজিরালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মফিজুল ইসলাম মণিরামপুর উপজেলার হরিদাসকাটি ইউনিয়নের হোগলাডাঙ্গা গ্রামের শামসুর রহমানের ছেলে। তিনি বিজিবির খাগড়াছড়ি ৫১ ব্যাটালিয়নে কর্মরত ছিলেন।
পারিবারিক সূত্র জানায়, মফিজুলের স্ত্রী পলি খাতুন ঝিকরগাছার হাজিরালীতে ব্র্যাকে কর্মরত। এ জন্য তিনি ঈদের ছুটিতে ঝিকরগাছায় আসছিলেন। বাস থেকে নামতে গিয়ে অসাবধানতাবশত তিনি পড়ে যান এবং ওই বাসের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
ঝিকরগাছা থানার উপ-পরিদর্শ (এসআই) হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি জিডি হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য যশোর হাসপাতালে পাঠানো হয়েছে৷