জেলায় সোমবার বিদ্যুৎ¯পৃষ্ট হয়ে তরিকুল ইসলাম ইউনুস (৩৩) নামের স্থানীয় এক সাংবাদিক মারা গেছেন।
সোমবার সকালে বরগুনা সদরের মোনসাতলী এলাকায় নিজ বাসায় টেলিভিশনে সংযোগ দিতে গেলে তরিকুল বিদ্যুৎ¯পৃষ্ট হয়ে মারা যান বলে বরগুনা থানার ওসি মাসুদুজ্জামান জানান। এ ব্যাপারে বরগুনা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
সাংবাদিক তরিকুল ইসলাম বিজয় টিভি ও দৈনিক হাজারিকা প্রতিদিন পত্রিকার বরগুনা জেলা প্রতিনিধি ছিলেন। তিনি বরগুনা সাংবাদিক ইউনিয়নের সদস্য ছিলেন। তরিকুল স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন।