গাইবান্ধা প্রতিনিধিঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনিদের দ্রুত দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করার দাবীতে গাইবান্ধার ফুলছড়ি উপজেলা ছাত্রলীগের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি ও উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। রবিবার গাইবান্ধা-বালাসী সড়কের একাডেমী এলাকায় সকাল ১১ থেকে ১২টা পর্যন্ত মানববন্ধনে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহন করেন। ফুলছড়ি উপজেলা ছাত্রলীগের সভাপতি মামুন মিয়ার সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম সেলিম পারভেজ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক ফিরোজ করিব সাকা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান সুজা, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক এসএম জাভেদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা তরিকুল ইসলাম তারেক, ফুলছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আশিকুর রহমান রকি, সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন প্রমুখ। পরে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনিদের দ্রুত দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করার দাবীতে ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করেন।