গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় বিএনপির সদস্য সংগ্রহ অভিযান ও নবায়ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের তিস্তামুখ ঘাটের দলীয় কার্যালয়ে গত সোমবার সন্ধ্যায় বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন করেন গাইবান্ধা জেলা বিএনপির সাধারন সম্পাদক মাহমুদুন্নবী টিটুল। গজারিয়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান নাদিম, গাইবান্ধা জেলা কৃষক দলের সভাপতি ইলিয়াস আলী, ফুলছড়ি উপজেলা বিএনপির সাবেক উপদেষ্টা শফিউল করিম দোলন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহিদুল ইসলাম রাজা, সাবেক সাধারন সম্পাদক সাদেকুল ইসলাম নান্নু, সাবেক সহসাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সাজু, উপজেলা যুবদলের সভাপতি ওহিদুল ইসলাম জয়, সাধারন সম্পাদক নজরুল ইসলাম নান্টু, গজারিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মঞ্জুরুল ইসলাম কনক, সাবেক সাধারন সম্পাদক জয়নাল আবেদীন, যুবদল নেতা আবু হানিফ প্রামাণিক, জাহাঙ্গীর আলম, তোজাম্মেল হক, ছাত্রদল নেতা মশিউর রহমান, জয়নাল আবেদীন প্রমুখ। সভায় বক্তারা বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দল পুনর্গঠনের অংশহিসেবে সদস্য সংগ্রহ অভিযানের মধ্য দিয়ে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ও সুসংহত হচ্ছে।