সরকারের দমননীতির বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটে যে কেউ যোগ দিতে পারে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রবিবার বিএনপি সমর্থিত চিকিৎসক সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা ও প্রয়াত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সামনে এ মন্তব্য করেন তিনি।
ফখরুল বলেন, আওয়ামী লীগ কি বলে আর না বলে, তাতে বিএনপি যায়-আসে না, এ জন্য যে আওয়ামী লীগ আজকে বেহাল হয়ে পড়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যিনি সেতুরও মন্ত্রী পথেরও মন্ত্রী, তিনি পথের যে বেহাল অবস্থা করে রেখেছেন, তেমনি দেশের রাজনীতির অবস্থাও বেহলা হয়ে পড়েছে।