জেলার ওসমানীনগরে সিলেট-ঢাকা মহাসড়কের গোয়ালাবাজারে শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে অটোরিকশা সিএনজির মুখামুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত আরো ২০ যাত্রী।
বুধবার সন্ধ্যা ৭টার দিকে গোয়ালাবাজারের ব্রাহ্মণ গ্রাম নামক এলাকায় সিলেটগামী শ্যামলি পরিবহনের একটি বাস ও সিলেট থেকে শেরপুরগামী একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
এসময় স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে বাসটি ভাংচুর করে সড়ক অবরোধ করে রাখে। পরে ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের (বিশেষ শাখা) অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা বলেন, নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ওসমানীনগর থানার ওসি আব্দুস শহিদ ৩ জন নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করে জানান- আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ। সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছে পুলিশ।সূত্র- আরটিএনএন