গাইবান্ধা প্রতিনিধিঃ সাদুল্লাপুর থানা পুলিশ ও ধাপেরহাট তদন্ত কেন্দ্রের পুলিশ দল শনিবার রাতে পৃথক অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামী, মাদকসেবি, মাদকব্যবসায়ী, ওয়ারেন্টভূক্ত ও নিয়মিত মামলার পলাতক আসামিসহ সর্ব মোট ৪৩ জনকে গ্রেফতার করেছেন। শনিবার রাত ১১টা থেকে রোববার ভোর ৫টা পর্যন্ত সাদুল্লাপুর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ ফরহাদ ইমরুল কায়েস বিষয়টি নিশ্বিত করে জানান, শনিবার রাত থেকে রোববার ভোররাত পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার কৃতদের মধ্যে রয়েছে ধাপেরহাট গোবিন্দপুর গ্রামের জাহিদুল ইসলামের পুত্র জুয়েল ওরফে বিদুৎ (১১),বোয়ালীদহ গ্রামের মোফা মিয়ার পুত্র আনোয়ার (৩৫),সাদিপাড়া গ্রামের রহিম উদ্দিনের পুত্র মোজাফ্ফর (৪০) এবং চকভগবানপুর গ্রামের মৃত কানু মিয়ারপুত্র কাদের (৪০) গোবিন্দরায় দেবত্তর গ্রামের আকবার আলী সেকেন্দারের পুত্র আবু তালেব মিয়া (৪৫)সহ উপজেলার বিভিন্ন গ্রামের মোট ৪৩ জন আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। রবিবার দুপুরে তাদেরকে গাইবান্ধা জেল হাজতে পাঠানো হয়েছে।