গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সাদুল্লাপুরে মাননীয় প্রধানমন্ত্রীর সবার জন্য বাসস্থান (নিজ জমিতে গৃহ নির্মাণ) প্রকল্পের আওতায় সাদুল্লাপুর উপজেলায় ২’শ ২২ টি ঘর ও ল্যাট্রিন নির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রহিমা খাতুন। এসময় সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হান দোলন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শাহরিয়ার খান বিপ্লব, পিআইপিও মনির হোসেন, ইউপি চেয়ারম্যান শাহিন সরকার, প্রেসক্লাব সভাপতি মোস্তাফিজার রহমান ফারুক ও সাধারণ সম্পাদক শাহজাহান সোহেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।