গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট তদন্ত কেন্দ্রের পুলিশ মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার সন্ধ্যায় রংপুর-বগুড়া মহাসড়ক সংলগ্ন ফাইভ ষ্টার হোটেল মোড় থেকে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী নিত্যনন্দকে (২৫) হাতে নাতে গ্রেফতার করেছেন। নিত্যনন্দ স্বর্গীয় শোরেন চন্দ্রের পুত্র। ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই রেজাউল করিম ও এএস আই জাকিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। তদন্ত কেন্দ্রের ইনচার্জ মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে গত ১ বছরে ১৯ জন ইয়াবা ব্যবসায়ীকে ধাপেরহাট এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। তবুও ধাপেরহাট এলাকায় থেমে নেই ইয়াবার ব্যবসা।