গাইবান্ধা প্রতিনিধিঃ সাদুল্যাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল বুধবার সামর্থ্য প্রকল্পের এসএমসিই মোবিলাইজেশন সেমিনার অনুষ্ঠিত হয়। ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে হেলভেটাস সুইস ইন্টারকোঅপারেশন, ট্রেড ক্রাফট, ঢাকা আহছনিয়া মিশন ও বাংলাদেশ কৃষি প্রক্রিয়াজাতকারী সংস্থা (বাপা) যৌথভাবে এ কর্মসুচির আয়োজন করে।
কর্মসুচিতে উপজেলা পর্যায়ে মাইক্রো, ক্ষুদ্র ও কুটির শিল্প এন্টারপ্রাইজের উদ্যোক্তা, সরকারী কর্মকর্তাবৃন্দ এবং জেলা ও উপজেলা পর্যায়ের ব্যবসা সমিতির প্রতিনিধিগণ অংশ নেন।
উপজেলা নির্বাহি কর্মকর্তা রহিমা খাতুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রীজ এর সভাপতি শাহজাদা আনোরুল কাদির, উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ মোঃ ফজলে এলাহী, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ আকতার, উপজেলা বনিক সমিতির সভাপতি শফিউল ইসলাম স্বপন, উপজেলা ধানকল মালিক সমিতির সভাপতি রেজাউল করিম রেজা, ট্রেড ক্রাফট এর ভ্যালু চেইন স্পেশালিষ্ট পজিদুর রহমান, বাংলাদেশ কৃষি প্রক্রিয়াজাতকারী সংস্থার (বাপা) জেলা ব্যবস্থাপক কাজী এনএমএন আজম, ঢাকা আহছনিয়া মিশনের কমিউনিটি আউট রিচ ফেসিলেটর নারায়ন চন্দ্র অধিকারী প্রমূখ।